ব্যালন ডি’অর /

কার হাতে উঠল কোন পুরস্কার

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯
শেয়ার :
কার হাতে উঠল কোন পুরস্কার

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে ট্রেবল জিতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ফ্রান্স তারকা উসমান ডেম্বেলে। ইতিহাস গড়েছেন আইতানা বনমাতি ও লামিন ইয়ামাল। বনমাতি টানা তৃতীয়বার জিতেছেন মেয়েদের ব্যালন ডি’অর। আর ইয়ামাল টানা দ্বিতীয়বার জিতেছেন বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি।

গতকাল সোমবার রাতে প্যারিসের থিয়েটার দ্য শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। 

এর আগে কানাডিয়ান গায়িকা শার্লট কারদিনের গানে শুরু হয় অনুষ্ঠান। উপস্থাপনা করেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত ও ব্রিটিশ সম্প্রচারক কেট স্কট। 

সবার আগেই বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি তুলে দেওয়া হয়। ছেলেদের কোপা ট্রফি জেতেন ইয়ামাল আর মেয়েদের পুরস্কার জেতেন বার্সেলোনা ও স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ। 

সবশেষ উসমান ডেম্বেলের হাতে ব্যালন ডি’অর তুলে দেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। তার আগে আন্দ্রেস ইনিয়েস্তা তুলে দেন বনমাতির হাতে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের খেতাব।

এবার একনজরে দেখে নিন কার হাতে উঠেছে কোন পুরস্কার-

ব্যালন ডি’অর

ছেলে: উসমান ডেম্বেলে (পিএসজি ও ফ্রান্স)

মেয়ে: আইতানা বনমাতি (বার্সেলোনা ও স্পেন)

বর্ষসেরা কোচ (হুয়ান ক্রুইফ ট্রফি)

ছেলে: লুইস এনরিকে (পিএসজি)

মেয়ে: সারিনা ভিগম্যান (ইংল্যান্ড)

সেরা উদীয়মান খেলোয়াড় (কোপা ট্রফি)

ছেলে: লামিন ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)

মেয়ে: ভিকি লোপেজ (বার্সেলোনা ও স্পেন)

সেরা গোলরক্ষক (ইয়াসিন ট্রফি)

ছেলে: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি ও ইতালি)

মেয়ে: হানা হাম্পটন (চেলসি ও ইংল্যান্ড)

সেরা স্ট্রাইকার (জার্ড মুলার ট্রফি)

ছেলে: ভিক্টর ইয়োরকায়েস (আর্সেনাল ও সুইডেন)

মেয়ে: এয়া পাজোর (বার্সেলোনা ও পোল্যান্ড)

বর্ষসেরা ক্লাব

ছেলে: পিএসজি

মেয়ে: আর্সেনাল।