ভারতের কাছে আবারও হারল পাকিস্তান
এশিয়া কাপে টানা দুইবার পাকিস্তানকে হারানোর পর এবার ফুটবলেও জয় পেল ভারত। সোমবার সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ভারতের হয়ে গোল করেছেন দাল্লুমুয়ান গাংতে, গুনলেবা ওয়াংকেইরাকপাম ও রাহান আহমেদ।
তবে ম্যাচের ফলাফলের চেয়ে আলোচনায় এসেছে পাকিস্তানি ফুটবলারদের গোল উদযাপন। প্রথমার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরানোর পর পাকিস্তান খেলোয়াড় মুহাম্মদ আবদুল্লাহ কর্নারের দিকে দৌড়ে গিয়ে মাটিতে বসে চা পান করার ভঙ্গিতে উদযাপন করেন। যা অনেককে মনে করিয়েছে ২০১৯ সালের বালাকোট হামলার সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা অভিনন্দন বর্তমানের সেই ‘চা-কাপ’ মুহূর্তের কথা।
অভিনব উদযাপনের এখানেই শেষ নয়। উঠে দাঁড়িয়ে আবদুল্লাহ হাত দিয়ে বিমান ভেঙে পড়ার ভঙ্গিও করেন, যা হুবহু মিলে যায় পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফের এক সময়কার অঙ্গভঙ্গির সঙ্গে। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে শেষ পর্যন্ত পাকিস্তানের উচ্ছ্বাস টেকেনি। ৬৩ মিনিটে ওয়াংকেইরাকপামের গোলে ভারত আবার এগিয়ে যায়। যদিও ইয়াসির গোল করে সমতা ফেরান, কিন্তু ৭৩ মিনিটে রাহান আহমেদের নির্ধারক গোল পাকিস্তানকে ম্যাচে ফিরতে দেয়নি।
এর আগে ভারত মলদ্বীপকে ৬-০ ও ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল। অন্যদিকে পাকিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে।