রাশফোর্ডকে শাস্তি দিলেন বার্সা কোচ
শৃঙ্ক্ষলার ব্যাপারে বরাবরই কঠোর বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। খেলোয়াড় যত ফর্মেই থাকুক না কেন, নিয়ম না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ছাড়েন এই জার্মান কোচ। ঠিক এই ব্যাপারটিই ঘটেছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় খেলতে আসা রাশফোর্ডের ক্ষেত্রে।
ধারে বার্সায় এসে রীতিমতো উড়ছেন রাশফোর্ড। ইউনাইটেডে ব্রাত্য হয়ে পড়া এই ফরোয়ার্ড নিয়মিতই পাচ্ছেন গোল-অ্যাসিস্ট। তবে গতকাল ম্যাচের দিন সকালে দেরিতে দলে যোগ দেওয়ায় ইংলিশ এই ফরোয়ার্ডকে প্রথমার্ধে বসিয়ে রাখেন ফ্লিক।
গতকাল রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ৩-০ গোলে গেতাফেকে হারায় বার্সা। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল দিয়ে বার্সাকে ২-০ গোলে এগিয়ে নেন ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়ার বদলি হিসেবে রাশফোর্ডকে নামান ফ্লিক। ৬২ মিনিটে তার অ্যাসিস্টেই ব্যবধান ৩–০ করেন দানি ওলমো। এই নিয়ে বার্সার হয়ে সর্বশেষ তিন ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করলেন রাশফোর্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো রাশফোর্ডের শাস্তির খবর দিলেও এটি নিয়ে কিছু বলেননি ফ্লিক। টানা ম্যাচ থাকায় খেলোয়াড়দের একটু বেশি বিশ্রামে থাকার সুযোগ করে দিতে সবাইকে ঘুরিয়ে–ফিরিয়ে খেলাচ্ছেন বলেই বক্তব্য তার, ‘ক্লান্তি নেই এবং খেলার জন্য প্রস্তুত, এমন খেলোয়াড় দলে থাকা খুব জরুরি। মৌসুম সবে শুরু হয়েছে, সবাইকেই আমাদের দরকার পড়বে।’