‘সর্বোত্তম উপায়ে’ পাকিস্তানকে ওষুধ দিয়েছেন অভিষেক

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১
শেয়ার :
‘সর্বোত্তম উপায়ে’ পাকিস্তানকে ওষুধ দিয়েছেন অভিষেক

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও লড়াইয়ে ভালো রকমের ঝাঁজ ছিল। হারিস রউফ-শাহিন আফ্রিদিদের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছিলেন ভারতের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। 

ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের আক্রমণাত্মক মনোভাব ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে নিজের পছন্দ না হওয়ার ব্যাপারটিও জানিয়ে দেন অভিষেক। তাছাড়া প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য অতি-আক্রমণাত্মক ব্যাটিং পদ্ধতিই ছিল সর্বোত্তম সম্ভাব্য উপায়, এমনটাই মনে করেন তিনি। 

পাকিস্তানের দেওয়া ১৭২ রানের জবাব দিতে নেমে ৬ উইকেটের জয় পায় ভারত। ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। শুভমান গিলকে নিয়ে ওপেনিংয়ে গড়েন ১০৫ রানের জুটি। ভারতের জয় মূলত সেখানেই নির্ধারিত হয়ে যায়। 

দলকে জয় এনে দিয়ে অভিষেক বলেন, ‘আজ খুবই সহজ একটা কাজ ছিল। যেভাবে তারা (পাকিস্তানি খেলোয়াড়রা) কোনো কারণ ছাড়াই আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ছিল, আমার মোটেও ভালো লাগেনি এবং এটাই একমাত্র উপায় (তার আক্রমণাত্মক ব্যাটিং) যা দিয়ে আমি তাদের ওষুধ দিতে পারি।’

ম্যাচ চলাকালীন অভিষেক এবং গিল উভয়েরই পাকিস্তানি পেসার হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদির সঙ্গে ঝগড়া হয়েছিল। গিল আর অভিষেক দুজনই পাঞ্জাবের খেলোয়াড়। গিলের সঙ্গে জুটি নিয়ে অভিষেকের ভাষ্য, ‘আমরা স্কুল জীবন থেকেই খেলছি, আমরা একে অপরের সঙ্গ উপভোগ করি, আমরা ভেবে রেখেছিলাম আমরা এটা করব এবং আজ দিনটি ছিল সেই দিন। সে যেভাবে প্রতিশোধ নিচ্ছিল, আমি সত্যিই তা উপভোগ করেছি।’