কক্সের ফিফটি আর রশিদের বোলিং ম্যাজিকে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪
শেয়ার :
কক্সের ফিফটি আর রশিদের বোলিং ম্যাজিকে সিরিজ ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বোলিং ম্যাজিক দেখালেন রশিদ খান। পরে ব্যাট হাতে জ্বলে উঠেছেন জর্দান কক্সও। এই দুজনের পারফরম্যান্সে ভর করে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পেল ইংল্যান্ড। প্রথম ম্যাচ ইংলিশরা জয় পাওয়ার পর দ্বিতীয়টি হয় পরিত্যক্ত। তৃতীয় ম্যাচও জিতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। 

টসে জিতে এদিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভালো শুরু এনে দেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং ও মার্ক অ্যাডায়ার। প্রায় ৩ ওভারের মধ্যে ৩০ রানের জুটি গড়ার পর ফেরেন স্টার্লিং। পাওয়ার প্লেতে ৪৬ রান করে আইরিশরা। ২৩ বলে ৩৩ রান করে অ্যাডায়ার রেহান আহমেদের শিকার হলে থামে আইরিশদের রানের গতি। পরে লোরকান টাকার ও কার্টিস ক্যাম্ফারকে জেমি ওভারটন ফেরালে বিপদে পড়ে আইরিশরা। 

৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান করতে পারে আয়ারল্যান্ড। অভিষিক্ত বেন কালিটজকে নিয়ে হ্যারি টেক্টর জুটি গড়লে বিপদ থেকে উদ্ধার পায় আয়ারল্যান্ড। ২৭ বলে ২৮ রান করে ফেরেন টেক্টর। এরপরই রশিদ ম্যাজিক। তার ছোবলে ৯০-৪ থেকে ১০২-৭ উইকেট হারানো দলে পরিণত হয় আয়ারল্যান্ড। তবে শেষদিকে গ্যারেথ ডিলানির ২৯ বলে ৪৮* রানের ইনিংসে ১৫৪ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। ২৯ রানে ৩ উইকেট নেন রশিদ। 

লক্ষ্য তাড়া করতে নেমে বিপদেই পড়েছিল ইংল্যান্ড। ৩৩ রানেই জস বাটলার ও জ্যাকব বেথেলকে হারায় তারা। এরপর ফিল সল্টকে (২৩ বলে ২৯) নিয়ে ৫৭ রানের জুটি গড়েন কক্স। পরে ৪৯ রানের জুটি গড়েন টম ব্যান্টনের সঙ্গে। ৩৫ বলে ৫৫ রান করেন কক্স। ২৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ব্যান্টন। ইংল্যান্ড জয় পায় ১৭ বল বাকি থাকতেই।