ভারত-পাকিস্তান দ্বৈরথ আর নেই: সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭
শেয়ার :
ভারত-পাকিস্তান দ্বৈরথ আর নেই: সূর্যকুমার

একসময় ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই ছিল আগুনে লড়াই। এর মধ্যে দ্বিপক্ষীয় সিরিজে বড় একটা সময় ধরে এগিয়ে ছিল পাকিস্তানই। তবে সময় পাল্টেছে, পরিবর্তন হয়েছে দুই দলের পারফরম্যান্সও। অতীত গৌরব হারিয়ে পাকিস্তান এখন ক্ষয়িষ্ণু শক্তি। গতকাল রবিবার এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে টানা ষষ্ঠবারের মতো হারিয়ে সেকথাই যেন মনে করিয়ে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

‘আগের ম্যাচের চেয়ে পাকিস্তান এবার অন্তত একটু ভালো খেলেছে’, গতকাল সংবাদ সম্মেলনে এমন একটি প্রশ্ন ছুটে গেলে সূর্যকুমার পরামর্শ দেন, ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন যেন আর না করা হয়। কারণ, দুই দলের মুখোমুখি লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতাই খুঁজে পান না ভারত অধিনায়ক।

সূর্যকুমারের ভাষ্য, ‘এই প্রশ্নে আমি একটি কথা বলতে চাই, আমার মনে হয় আপনাদের উচিত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেওয়া। মান ও প্রতিদ্বন্দ্বিতা আসলে একই ব্যাপার। আমার মতে, দুটি দল যদি ১৫-২০ বার মুখোমুখি হয় এবং সেই লড়াইয়ের ফল থাকে ৭-৭ বা ৮-৭, তাহলে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলে। কিন্তু যদি ১৩-০ বা ১০-১ হয়… আমি জানি না, এখানে পরিসংখ্যান কেমন। তবে এটি এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তবে হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।’

সূর্যকুমারের কথার পক্ষে সায় দেয় সাম্প্রতিক ইতিহাস। ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের জয়ের পর সব সংস্করণ মিলিয়ে ভারত জিতে নিল টানা সাত ম্যাচভ টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় হয়ে গেল ১২টি, পাকিস্তানের মোটে ৩টি।

ওয়ানডের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এখনো এগিয়ে থাকলেও সাম্প্রতিক ইতিহাস ভিন্ন। ২০০৫ সাল পর্যন্ত পাকিস্তানের জয় ছিল ৬২টি, ভারতের ৩৫টি। ২০০৬ সাল থেকে এখনও পর্যন্ত ভারত জিতেছে ২৩টি, পাকিস্তান ১১টি। দুই দলের সবশেষ টানা ছয় ওয়ানডেতেই ভারতের জয়।