হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে
জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের জাত চেনানো শুরু করেছিলেন তাওহিদ হৃদয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে বসে তার ব্যাট। মাঝে-মধ্যে রান পেলেও ছন্দের ঘাটতি ছিল স্পষ্ট। এরই মধ্যে মায়ের অসুস্থতার প্রভাব ছিল, আম্পায়ারদের সঙ্গে ঝামেলা করে জন্ম দিয়েছিলেন বিতর্কের।
তবে হৃদয় সবকিছু ছাপিয়ে গেলেন এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে। ১৬৯ রানের বড় লক্ষ্যে ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তিনি। তাতে ১ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
হৃদয়ের এমন ইনিংসের প্রশংসা অনেকের কণ্ঠেই ঝড়েছে। এবার তিনি প্রশংসা পেলেন পাশ ভারতের দেশের বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলের থেকে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে হার্শা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘তাওহীদ হৃদয় কতটা ভালো সে ব্যাপারে অনেক শুনেছি এবং মাঝেমাঝে তার প্রতিফলনও দেখেছি। কিন্তু আজ সে তার ক্লাস দেখালো। শীর্ষ পর্যায়ের ইনিংস।’
গতকাল শ্রীলংকার স্পিন বিভাগ তেমন প্রভাব রাখতে পারেনি। লেগ স্পিনার হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করলেও সমান ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মহেশ থিকসানা। ১ ওভারেই ১৬ রান দেন কামিন্দু মেন্ডিস। শ্রীলংকার স্পিন বিভাগ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি এক্সে লিখেছেন, ‘দীর্ঘদিন পর আমি এমন একটা শ্রীলঙ্কান দল দেখলাম যাদের স্পিন বোলিংয়ে এতোটা সীমিত বিকল্প।’