এবার রোনালদোর জোড়া গোল, হাজার গোলের স্বপ্নে বাকি কয়টি

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২
শেয়ার :
এবার রোনালদোর জোড়া গোল, হাজার গোলের স্বপ্নে বাকি কয়টি

স্বপ্নের হাজার গোলের দিকে অদম্য গতিতে ছুটছেন আল-নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে জোড়া গোল পেলেন সিআরসেভেন। তাতে ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়াল ৯৪৫। আর ৫৫ গোল করলেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করবেন তিনি। এর মধ্যে চলতি বছরেই রোনালদোর গোল ২৯টি। 

রোনালদো ছাড়াও আল-রিয়াদের বিপক্ষে এদিন জোড়া গোল করেছেন পর্তুগালেরই আরেক তারকা জোয়াও ফেলিক্স। তাতে আল-রিয়াদকে ৪-১ গোলে বিধ্বস্ত করে আল-নাসর। ক্লাবটির হয়ে বাকি গোলটি দেন কিংসলে কোমান।  

এদিন আল-নাসরকে প্রথমে এগিয়ে নেন ফেলিক্স। ষষ্ঠ মিনিটে কোমানের পাশে গোল দেন তিনি। ৩০তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান কোমান। তার ৩ মিনিট পরই ব্যবধান ৩-০ করেন রোনালদো। ৪৪তম মিনিটে আবারও বল জালে জড়ান ফেলিক্স। তবে সাদিও মানে ফাউল করায় সেই গোল দেননি রেফারি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেলিক্সের অবদানে গোলের হালি পূরণ করে আল-নাসর। এই গোলের উৎস ছিলেন রোনালদো। ৫১তম মিনিটে ব্যবধান কমায় আল রিয়াদ। ৭৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে আল-নাসরকে বড় জয় এনে দেন রোনালদো।