শ্রীলংকাকে হারানোর ম্যাচে মোস্তাফিজ-লিটনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪
শেয়ার :
শ্রীলংকাকে হারানোর ম্যাচে মোস্তাফিজ-লিটনের রেকর্ড

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে দারুণ বোলিংয়ে আলো ছড়ালেন মোস্তাফিজুর রহমান। আগে ব্যাট করতে নেমে লংকানরা ৭ উইকেটে ১৬৮ রান তোলে। তবে শেষ দিকে মোস্তাফিজ ও তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরও বড় সংগ্রহের হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ।

বাঁহাতি পেসার মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে নেন ৩ উইকেট। এটি টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বকালের সেরা ফিগার। এর আগে রেকর্ডটি ছিল আল-আমিন হোসেনের দখলে (২৫ রানে ৩ উইকেট)।

বাংলাদেশের হয়ে এশিয়া কাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকাতেও নাম তুলেছেন মোস্তাফিজ। ১১ ম্যাচে তার উইকেটসংখ্যা এখন আল-আমিনের সমান—১১টি। অন্যদিকে তাসকিন আহমেদ ১০ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ফিজ। ১২৯ ম্যাচে সাকিবের উইকেট ১৪৯টি, আর মাত্র ১১৭ ম্যাচ খেলেই সমান ১৪৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

এদিন বাংলাদেশের রান তাড়ায় ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। ওপেনিংয়ে নেমে সাইফ খেলেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস, আর হৃদয় করেন ৩৭ বলে ৫৮ রান। লিটন দাসও ঝড় তোলেন—১৬ বলে ২৩ রান করে আউট হওয়ার আগে গড়েছেন আরেকটি রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। ১২৯ ম্যাচে সাকিব আল হাসানের সংগ্রহ ছিল ২৫৫১ রান। তাকে ছাড়িয়ে ১১৪ ম্যাচে লিটনের রান দাঁড়িয়েছে ২৫৫৬।