দুই লাল কার্ডের নাটকীয় ম্যাচে চেলসিকে হারাল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০
শেয়ার :
দুই লাল কার্ডের নাটকীয় ম্যাচে চেলসিকে হারাল ম্যানইউ

ম্যাচের শুরুতেই উত্তেজনার ঝড়। দশজন নিয়ে লড়াই শুরু করা চেলসি প্রথমার্ধেই দুই গোলের ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। বিরতির আগেই অবশ্য লাল কার্ডে একজন কমে যায় স্বাগতিকরাও। শেষ দিকে ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরতে চেয়েছিল চেলসি, কিন্তু জয় ধরে রাখে ইউনাইটেডই।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

মাইলফলক ছোঁয়া ব্রুনো ফের্নান্দেসের গোলেই শুরু হয় স্বাগতিকদের উল্লাস। ক্যারিয়ারের ২০০তম ম্যাচে এটি ছিল ইউনাইটেডের জার্সিতে তার ১০০তম গোল। এরপর হ্যারি ম্যাগুইয়ারের হেড পাস থেকে হেডেই ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ দেখে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন ট্রেভো শ্যালাবা।

মৌসুমের বাজে শুরুর পর প্রবল চাপের মধ্যে ছিলেন ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। শোনা যাচ্ছিল, এ ম্যাচে হারের পরই বিদায় নিতে হতে পারে তাকে। তাই জয়টা তার জন্য বিশাল স্বস্তি। আগের রাউন্ডে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হারের পর পাওয়া এই জয়ে নবম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে প্রথম হারের পর ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে চেলসি।

ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ছিল ইউনাইটেডের দাপট। তাদের ১১ শটের চারটি ছিল লক্ষ্যে, চেলসির ৫ শটের মধ্যে কেবল একটি অন টার্গেট।

পঞ্চম মিনিটেই চেলসি বড় ধাক্কা খায়। বক্সের বাইরে ব্রায়ান এমবুমোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক রবের্ত সানচেস। গোলপোস্ট সামলাতে নামানো হয় ইয়োর্গেনসেনকে, আর রক্ষণ মজবুত করতে তৎক্ষণাৎ পরিবর্তন আনেন কোচ এন্টসো মারেস্কা।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ১৪তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। এমবুমোর ক্রসে ডগুর হেড পাস থেকে ভলিতে বল জালে পাঠান ফের্নান্দেস। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় কাসেমিরোর হেডে।

দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে আক্রমণে ফিরে আসে চেলসি। ৬৩তম মিনিটে ওয়েসলি ফোফানার হেডে পাওয়া গোল অফসাইডের কারণে বাতিল হলেও ৮০তম মিনিটে আর হতাশ হতে হয়নি অতিথিদের। রিস জেমসের ক্রসে হেডে ব্যবধান কমান শ্যালাবা।

শেষ সময়ে সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা করলেও ব্যর্থ হয় চেলসি। আর যোগ করা সময় শেষে রেফারির বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড—মৌসুমের সবচেয়ে চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।