কেইনের হ্যাটট্রিকে জয়রথে ছুটছে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮
শেয়ার :
কেইনের হ্যাটট্রিকে জয়রথে ছুটছে বায়ার্ন

হ্যারি কেইনের গোল করা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ স্ট্রাইকার এবারও রাখলেন তার স্বাক্ষর, করলেন দৃষ্টিনন্দন হ্যাটট্রিক। তার ঝলকেই হফেনহাইমকে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ।

শনিবার প্রতিপক্ষের মাঠে বুন্ডেসলিগার ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের আরেকটি গোল করেছেন সের্গে জিনাব্রি।

চলতি মৌসুমে এটি কেইনের দ্বিতীয় হ্যাটট্রিক। মৌসুমের প্রথম ম্যাচেই লাইপজিগের বিপক্ষে তিন গোল করেছিলেন তিনি, যে ম্যাচটি ৬-০ ব্যবধানে জিতেছিল বায়ার্ন। বায়ার্নে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম হ্যাটট্রিক।

প্রথমার্ধের শেষ মুহূর্তে, ৪৪তম মিনিটে প্রথমবার জালের দেখা পান কেইন। বিরতির পর ৪৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ৭৭তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক।

৮২তম মিনিটে একটি গোল শোধ করে হফেনহাইম। তবে যোগ করা সময়ের নবম মিনিটে জিনাব্রির গোল নিশ্চিত করে বায়ার্নের বড় জয়।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন কেইন। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষেও জোড়া গোল করেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে তার গোল হলো ৭টি। নতুন মৌসুমে ৬ ম্যাচে গোল সংখ্যা দাঁড়াল ১০-এ।

শুরুটা দারুণ হয়েছে বায়ার্ন মিউনিখেরও। বুন্ডেসলিগায় টানা চার ম্যাচ জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।