মিলিতাও-এমবাপ্পের দুর্দান্ত গোলে রিয়ালের সহজ জয়
লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চম জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল রেকর্ড চ্যাম্পিয়নরা। দলের হয়ে এদের মিলিতাও ও কিলিয়ান এমবাপ্পের দুই অর্ধে দুটি দুর্দান্ত গোল করেন।
মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে শতভাগ জয় নিয়ে ১৫ পয়েন্ট রিয়ালের ঝুলিতে। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এস্পানিওল, যারা এদিন প্রথম হারের স্বাদ পেল।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ছিল এস্পানিওল। এদু এক্সপোসিতোর নেওয়া শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে বিরতির আগে আর তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি অতিথিরা।
রিয়ালের আক্রমণও প্রথমার্ধে খুব একটা ধারালো ছিল না। তবে ২২তম মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন এদের মিলিতাও। ফেদেরিকো ভালভের্দের পাস পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিউস জুনিয়রের কাটব্যাক থেকে পাওয়া বলে প্রায় ২২ গজ দূর থেকে নিখুঁত শটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন তিনি। চলতি লা লিগায় এমবাপের গোল হলো পাঁচটি, সব মিলিয়ে সাতটি।
৬৬তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি গোলের সুযোগ নষ্ট করেন এমবাপ্পে ও ভিনিসিউস। এমবাপে কাছ থেকে দুটি প্রচেষ্টা গোলরক্ষকের হাতে জমা দিলে, ফিরতি বলে ফাঁকায় শট নিয়ে পোস্টে মারেন ভিনিসিউস। এরপর দূর থেকে আরেকটি শট নিলেও গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।
শেষ সময়ে এস্পানিওল চেষ্টা করেও ম্যাচে ফেরার মতো কিছু করতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়ে অপরাজিত ধারায় শীর্ষে রইল রিয়াল মাদ্রিদ।