এভারটনকে হারিয়ে লিভারপুলের টানা পাঁচ জয়

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩
শেয়ার :
এভারটনকে হারিয়ে লিভারপুলের টানা পাঁচ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের শিরোপাধারী লিভারপুল এবারও শুরুটা করল চ্যাম্পিয়নদের মতোই। প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে অলরেডরা। আজ শনিবার রাতে আর্না স্লটের দল ২-১ গোলে হারিয়েছে এভারটনকে। 

যদিও আজ খেলায় খুব একটা ছন্দ ছিল না লিভারপুলের। ম্যাচে লিভারপুলকে প্রথম এগিয়ে নেন রায়ান খাফেনবেখ। পরে ব্যবধান বাড়ান উগো একিতিকে। দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করতে সক্ষম হন এভারটনের ইদ্রিসা গেয়ি। আজকের জয়ে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারফুল। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে এভারটন।

ডাচ ডিফেন্সিভ-মিডফিল্ডার খাফেনবেখের গোলে আজ অবদান রেখেছেন মোহাম্মেদ সালাহ। তার থ্রু বলেই কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন খাফেনবেখ। দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি। তার পাস ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান একিতিকে।

এভারটন ব্যবধান কমায় ৫৮তম মিনিটে। ডি-বক্সে সতীর্থের ব্যাকপাস পেয়ে বুলেট গতির শটে আলিসনকে পরাস্ত করেন সেনেগালের মিডফিল্ডার গেয়ি। এরপর লিভারপুলও তেমন আক্রমণ শানাতে পারেনি, গোল আদায় করতে পারেনি এভারটনও।