বাংলাদেশ ক্রিকেট /
পুরুষ দলের নির্বাচক হলেন শান্ত, নারী দলের সালমা
হান্নান সরকার সরে যাওয়ায় গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাককে নিয়েই চলছিল বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক প্যানেল। এবার সেই শূন্যস্থান পূরণ করা হলো সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তকে জায়গা দিয়ে।
আজ শনিবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সভায় নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাবেক অধিনায়ক সালমা খাতুনকে।
হান্নান দায়িত্ব ছেড়েছিলেন চলতি বছরের শুরুর দিকে। কোচিংয়ে মনোযোগ দিতেই বিসিবির চাকরি ছাড়েন তিনি। তার জায়গা নেওয়া শান্ত ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি ক্রিকেট ছেড়েছেন ২১ বছর আগে। ঘরোয়া ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০০৭ সালে। খেলা ছাড়ার পর অনেকদিন ছিলেন ক্রিকেটের বাইরে। এরপর আবার ফিরেছেন জুনিয়র দলের নির্বাচক হিসেবে। সেখান থেকে এবার জাতীয় দলের নির্বাচক হলেন সাবেক এই পেসার।
এদিকে, গত কয়েক বছর ধরেই বাংলাদেশ নারী দলের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন সাজ্জাদ হোসেন শিপন। এবার সেখানে যোগ দিলেন সালমা। যদিও এখনো ক্রিকেট খেলা থেকে অবসর নেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে চালিয়ে যাচ্ছেন খেলা। যদিও নতুন দায়িত্ব পাওয়ায় অবধারিতভাবেই তাকে ছাড়তে হবে খেলা।