এশিয়া কাপ /
সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচেও রেফারি সেই পাইক্রফট
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপপর্বের ম্যাচে একটি বড় বিতর্ক ছিল হাত না মেলানো নিয়ে। ওই ম্যাচে রেফারি ছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছিল পাকিস্তান। সেই ঘটনায় জল গড়ায় বহুদূর। এবার সেই পাইক্রফটকেই সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছে আইসিসি।
আগামীকাল রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পাইক্রফট রেফারি থাকায় ম্যাচটিতে নজর এখন আরও বেশি থাকবে।
গ্রুপপর্বের ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে ম্যাচশেষেও হাত মেলানোর জন্য বেরিয়ে আসেননি ভারতের ক্রিকেটাররা। এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে বরখাস্ত করার দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই দাবি আইসিসি খারিজ করে দেয়।
আমিরাত ম্যাচের আগে পাইক্রফটকে নিয়ে অচলাবস্থা না কাটায় খেলোয়াড়দের স্টেডিয়ামের উদ্দেশে তাদের হোটেল ছেড়ে না যাওয়ার নির্দেশ দেয় পাকিস্তান। ওই সময়ে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি প্রধান), তার উত্তরসূরি নাজাম শেঠি এবং রমিজ রাজাকে নিয়ে একটি বিস্তৃত সভা করেন। ফলে ম্যাচ শুরু হতে এক ঘন্টা বিলম্ব হয়। ওই সভা থেকেই পাকিস্তানকে খেলার জন্য সবুজ সংকেত দেওয়া হয়।
ম্যাচ শুরুর আগে পিসিবি দাবি করে, পাইক্রফট পাকিস্তান শিবিরের কাছে ক্ষমা চেয়েছেন। এর কিছুক্ষণ পরেই এক্সে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে জিম্বাবুয়ের সাবেক এই খেলোয়াড়কে ম্যাচ রেফারির কক্ষে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা, দলের ম্যানেজার নাভেদ আকরাম চিমা এবং প্রধান কোচ মাইক হেসনের সাথে কথা বলতে দেখা যায়। তবে, কথোপকথনের কিছুই শোনা যায়নি।