হারিসকে ছাড়িয়ে তৃতীয় দ্রুততম ‘সেঞ্চুরি’ আর্শদীপের
এশিয়া কাপে ওমানের বিপক্ষে গতকাল গ্রুপপর্বের শেষ ম্যাচে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি ভারতের পেসার আর্শদীপ সিং। ৪ ওভারের কোটা পূরণ করে ১ উইকেট নিলেও খরচ করেছেন ৩৭ রান। তবে একমাত্র ওই উইকেটেই দারুণ একটি রেকর্ড গড়েছেন আর্শদীপ।
আইসিসির পূর্ণ সদস্য দেশের তৃতীয় দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন আর্শদীপ। ছাড়িয়ে গেছেন পাকিস্তানের পেসার হারিস রউফকে। মাত্র ৬৪ ম্যাচেই এই রেকর্ড স্পর্শ করেছেন আর্শদীপ। যেখানে হারিসের লেগেছিল ৭১ ম্যাচ।
ভারতের প্রথম বোলার হিসেবেও শততম টি-টোয়েন্টি উইকেটের মালিক হলেন আর্শদীপ। দ্বিতীয় সর্বোচ্চ ৯৬টি করে উইকেট আছে হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহালের। ৯২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে পেসার জাসপ্রিত বুমরাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর্শদীপের গড় মাত্র ১৮.৪৯। ৮.৩১ ইকোনমিতে বল করা এই পেসারের সেরা বোলিং ফিগার ৯ রানের বিনিময়ে ৪ উইকেট।
দ্রুততম টি-টোয়েন্টি উইকেট ১০০ উইকেট (পূর্ণ সদস্য দেশ)
৫৩- রশিদ খান
৬৩- ওয়ানিন্দু হাসারাঙ্গা
৬৪- আর্শদীপ সিং
৭১- হারিস রউফ
৭২-মার্ক অ্যাডায়ার