জিদানের ছেলে লুকা খেলবেন আলজেরিয়ার হয়ে

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯
শেয়ার :
জিদানের ছেলে লুকা খেলবেন আলজেরিয়ার হয়ে

ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান ফ্রান্স ছেড়ে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন।

২৭ বছর বয়সী এই গোলরক্ষক ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন এবং বর্তমানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের দল গ্রানাদার হয়ে খেলছেন। এবার তিনি নিজের দাদা-দাদির দেশের জার্সি বেছে নিয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়, ‘ফিফা আনুষ্ঠানিকভাবে গোলরক্ষক লুকা জিনেদিন জিদানকে আলজেরিয়া জাতীয় দলের হয়ে খেলার অনুমতি দিয়েছে।’

ফিফার ‘চেঞ্জ অব অ্যাসোসিয়েশন প্ল্যাটফর্মে’ দেখা যায়, এই সিদ্ধান্ত শুক্রবার গৃহীত হয়েছে। যেহেতু তিনি কখনো ফ্রান্সের সিনিয়র দলে সুযোগ পাননি, তাই বাবার জন্মভূমি আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা তার ছিল।

আলজেরিয়া ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সে, যা শুরু হবে আগামী ২১ ডিসেম্বর মরক্কোতে। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে তারা জি-গ্রুপের শীর্ষে আছে ১৯ পয়েন্ট নিয়ে। আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে জয় অথবা উগান্ডার সঙ্গে ড্র পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।