আইসিসির নিয়ম ভাঙার অভিযোগ উড়িয়ে দিল পিসিবি
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের সঙ্গে বৈঠকের ভিডিও করার ঘটনায় নতুন বিতর্কে পাকিস্তান ক্রিকেট। আইসিসি অভিযোগ তুলেছে, নিয়ম ভেঙে ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’-তে ঢুকেছিলেন দলের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি। তবে পাল্টা চিঠি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে—এখানে কোনো নিয়ম ভঙ্গ হয়নি, কারণ মিডিয়া ম্যানেজারও দলের সদস্য।
বুধবার পাকিস্তান–ওমান ম্যাচের আগে অধিনায়ক সালমান আলী আঘা ও প্রধান কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকে বসেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট। বৈঠকে হাজির ছিলেন গিলানি, যিনি মোবাইলে ভিডিও তোলেন। সেই ভিডিও প্রকাশ করে পিসিবি। আর তাতেই ক্ষুব্ধ হয় আইসিসি।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, আইসিসির সিইও সংযোগ গুপ্ত এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন পিসিবিকে। আয়োজক কমিটির এক সূত্র দাবি করেছে, বৈঠকের সময় ভিডিও করা ‘গুরুতর অপরাধ’। এমনকি শুরুতে গিলানিকে আটকানো হলেও পাকিস্তান দল হুমকি দেয়—মিডিয়া ম্যানেজারকে ঢুকতে না দিলে তারা মাঠে নামবে না। শেষ পর্যন্ত প্রতিযোগিতার স্বার্থে অনুমতি মিললেও নিয়ম ভাঙার দায় থেকে রেহাই মিলবে না পাকিস্তানের।
এদিকে পিসিবি সেই মেইলের উত্তর দিয়েছে, তা পিটিআইকে নিশ্চিত করেছে টুর্নামেন্ট-সংশ্লিষ্ট একটি সূত্র। পিসিবির পক্ষ থেকে কী বলা হয়েছে, সেটা পিটিআইকে জানিয়েছে সেই সূত্র, ‘দলের মিডিয়া ম্যানেজার স্কোয়াডেরই অংশ। পিএমওএ এলাকায় যাওয়ার অনুমোদন তার আছে। সেখানে তার উপস্থিতি নিয়ম লঙ্ঘন নয়।’
যেখানে পিসিবির দাবি, বর্তমান নিয়মের অধীনেই পিএমওএ অঞ্চলে ক্যামেরা বহনের অনুমোদন রয়েছে মিডিয়া ম্যানেজারের। সূত্র যোগ করে, ‘মানসম্মত পরিচালনা পদ্ধতি (এসওপি) যদি না মানা হয়, ব্যাপারটি আকুতে (আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট) জানানো হয়েছে কি না, সে বিষয়ে (ম্যাচ) রেফারির কাছে আইসিরি খোঁজ নেওয়া উচিত।