আর্সেনালের বিপক্ষে রদ্রিকে পাওয়া নিয়ে শঙ্কায় ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১
শেয়ার :
আর্সেনালের বিপক্ষে রদ্রিকে পাওয়া নিয়ে শঙ্কায় ম্যানসিটি

ম্যানচেস্টার সিটির মিডফিল্ড মেশিন রদ্রি আবারও ফিটনেস সমস্যায় ভুগছেন। সামনে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। কোচ পেপ গুয়ার্দিওলাও খুব একটা আশাবাদী নন।

রবিবার লিগে আর্সেনালের মুখোমুখি হবে সিটি। এর আগে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে নাপোলিকে ২-০ গোলে হারায় তারা। ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন রদ্রি, তবে পুরোটা খেলতে পারেননি। এক ঘণ্টা পর অস্বস্তি নিয়ে নিজেই বদলি চেয়ে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী স্প্যানিশ তারকা।

এর পর থেকেই শঙ্কা তৈরি হয় তাকে নিয়ে। শুক্রবার সংবাদ সম্মেলনে এসে গুয়ার্দিওলাও পরিস্থিতি পরিষ্কার করতে পারেননি। তিনি বলেন, ‘আমি এখনো নিশ্চিত নই। তবে নাপোলির বিপক্ষে বদলি চেয়ে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করছি। অনুশীলনে স্বস্তি না পেলেও সে খেলতে চেয়েছিল এবং দারুণ খেলেছে। তবে কঠিন ইনজুরি কাটিয়ে ফেরার পর তাকে সতর্ক থাকতে হবে। শেষ পর্যন্ত সে কেমন বোধ করছে, সেটাই নির্ধারণ করবে আর্সেনালের বিপক্ষে সে খেলবে কি না।’

রদ্রির ইনজুরি ইতিহাসও উদ্বেগ বাড়াচ্ছে। গত মৌসুমে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। পরে ক্লাব বিশ্বকাপে কুঁচকির চোটে আবার ছিটকে যান। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি লিগ ম্যাচে খেলেছেন রদ্রি, তবে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন কেবল ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে।

লিগ টেবিলে এখন পর্যন্ত চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ম্যানচেস্টার সিটি।