বাংলাদেশের বিপক্ষে হারই পোড়াচ্ছে রশিদকে

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০
শেয়ার :
বাংলাদেশের বিপক্ষে হারই পোড়াচ্ছে রশিদকে

শ্রীলংকার বিপক্ষে জিতলেই এশিয়া কাপের সুপার ফোরে খেলত আফগানিস্তান। তবে ১৭০ রানের লক্ষ্য দিয়েও পার পায়নি রশিদ খানের দল। লঙ্কানদের কাছে হারলেও রশিদকে বেশি পোড়াচ্ছে বাংলাদেশের বিপক্ষে হার। ওই ম্যাচে তাদের জয়ের সুযোগ বেশি ছিল বলেও মনে করেন তিনি। 

গতকাল বৃহস্পতিবার শেষ ২ ওভারে ৪৯ রান তুলে ১৬৯ রানে পৌঁছায় আফগানরা। তবে এই রানকে মামুলি বানিয়ে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। রশিদ, নুর আহমেদ, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের নিয়ে গড়া শক্তিশালী স্পিন আক্রমণও লঙ্কানদের আটকাতে পারেনি। 

ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ বলেন, ‘যেভাবে আমরা ইনিংস শেষ করেছি, স্পেশাল ছিল তা। আমরা জানতাম, স্পিনারের একটি ওভার বাকি আছে এবং উপযুক্ত একজন ব্যাটার ক্রিজে থাকলে সর্বোচ্চ সুযোগ থাকবে (কাজে লাগানোর)।’

চাওয়া অনুযায়ী ভালো বল করতে পারেননি বলেও স্বীকার করলেন রশিদ, ‘যতটা ভালো বল করা উচিত ছিল, ততটা পারিনি আমরা এবং এজন্যই ম্যাচ হেরেছি। এই ধরনের উইকেটে অবশ্য কাজটা কঠিন। প্রথাগত স্পিনিং উইকেট নয় এটি, দুবাইয়ের চেয়ে আলাদা। তার পরও ভালো ক্রিকেটীয় শট খেললে এখানে ১৭০-১৮০ রান তাড়া করা যায়।’

একই মাঠে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে কম রান তাড়ায় জিততে পারেনি আফগানরা। সেদিন প্রথম ১০ ওভারে ৮৭ রান করা বাংলাদেশকে পরে ১৫৪ রানেই আটকে রাখে আফগান বোলাররা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় পরে তারা হেরে যায় ৮ রানে। সেই ম্যাচ নিয়ে রশিদের আফসোস, ‘আমাদের দারুণ সুযোগ ছিল আগের ম্যাচটিতে। কিন্তু সেদিন ১৫০ (১৫৫) রান তাড়া করতে পারিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য এমন হয়েই থাকে।’

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে রশিদ বলেন, ‘আমাদেরকে সামনে তাকাতে হবে এবং ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। গত তিন বছরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে অনেক ম্যাচ খেলেছি আমরা। প্রতিটির জন্যই ভালো প্রস্তুতি ছিল। এবারও ছেলেদের কাছে আরও অনেক বেশি প্রত্যাশা ছিল আমার। এত দ্রুত বাদ পড়ার আশা করিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলেছি আমরা, এখানেও আশা ছিল অন্তত পরের রাউন্ডে যাওয়ার। আমরা এটা নিয়ে ভাবব, বিশ্লেষণ করব এবং দারুণভাবে ঘুরে দাঁড়াব।’