মোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যালেঞ্জ কাপের শিরোপা কিংসের

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০
শেয়ার :
মোহামেডানকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যালেঞ্জ কাপের শিরোপা কিংসের

চ্যালেঞ্জ কাপের প্রথম আসর আয়োজিত হয় গত বছর। সেবার মোহামেডানকে হারিয়ে শিরোপা জেতে বসুন্ধরা কিংস। একই চিত্র চলতি বছরেও। মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখল কিংস। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে কিংসের হয়ে জোড়া গোল দেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। একট করে গোল রাফায়েল আগুস্তো ও ইমানুয়েল সানডের। মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। 

পুরো ম্যাচের মতো প্রথম দিকে খেলা কিন্তু একতরফা ছিল না। প্রথমে অবশ্য এগিয়ে যায় কিংসই। সপ্তম মিনিটে সোহেল রানার থ্রু পাস ধরতে বক্সে ঢুকে পড়া দোরিয়েলতনকে বক্সের ভেতরে পেছন ফাউল করেন মেহেদী হাসান মিঠু। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুজন হোসেনকে বিপরীত দিকে ছিটকে দিয়ে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন।

৬ মিনিট পরই ম্যাচে সমতায় ফেরে মোহামেডান। দারুণ এক স্পট কিকে সাদা-কালোদের সমতায় ফেরান মোজাফ্ফরভ। সমতার স্বস্তি আসে মোহামেডান শিবিরে। প্রথমার্ধে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। 

৬২তম মিনিটে বড় ধাক্কা খায় কিংস। মোহামেডানের মিনহাজুর আবেদিন রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মিডফিল্ডার সোহেল। তবে ১০ জনের দল নিয়েই আসল খেলাটা দেখায় কিংস। ৭২তম মিনিটে রাফায়েলের দুর্দান্ত এক ভলি জালে জড়ায়। ২-১ ব্যবধানে এগিয়ে যায় কিংস।

ক্ষাণিক পরে ব্যবধান আরও বাড়িয়ে নেয় কিংস। দোরিয়েলতনের বুদ্ধিদ্বীপ্ত পাস ধরে ইমানুয়েল সানডে নিখুঁত শটে বল প্রতিপক্ষের জালে জড়ান। ৮৬ মিনিটে দোরিয়েলতন দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল দিলে শিরোপা নিশ্চিত হয় কিংসের। শেষদিকে কিছুটা অপ্রীতিকর অবস্থা তৈরি হলেও তাতে খেলার ফলে কোনো প্রভাব পড়েনি।