ভেল্লালাগেকে জয়াসুরিয়া /

তোমার পাশে বাবার মতোই থাকব

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১
শেয়ার :
তোমার পাশে বাবার মতোই থাকব

দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা গিয়েছিলেন ইনিংস বিরতির সময়ই। তবে দুনিথ সেটা জেনেছেন এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলংকার সুপার ফোর নিশ্চিত হওয়ার পর। ওই সময়ে তাকে সান্ত্বনা দিতে দেখা গেছে লঙ্কান কোচ সনাথ জয়াসুরিয়াকে। ম্যাচের একদিন পর আবেগঘন এক স্ট্যাটাসও দিলেন কিংবদন্তি এই ওপেনার। 

ভেল্লালাগে বাবা হারালেও জয়াসুরিয়া তার পাশে বাবার মতো থাকবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছেন ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে। তিনি বলেন, ‘এই কঠিন মুহূর্তে দয়া করে মনে রাখবে যে তুমি একা নও। আমি একজন বাবার মতো তোমার পাশে থাকব - তোমাকে সঠিক পথ দেখাব, তোমার পাশে দাঁড়াব এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন করব। পুরো দল, জাতি এবং এই খেলাকে ভালোবাসে এমন সকলেই তোমার পাশে আছে।’

স্ট্যাটাসের শুরুতে ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক জানিয়ে জয়াসুরিয়া লিখেছেন, ‘মি. সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি এমন একজন বাবা, একজন ক্রিকেটার এবং এমন একজন মানুষ যিনি এমন এক পুত্রকে (দুনিথ) মানুষ করেছেন যার জন্য সমগ্র জাতি গর্বিত।’

দুনিথ ভেল্লালাগের বাবাও একজন ক্রিকেটার ছিলেন। সেকথা স্মরণ করে জয়াসুরিয়া লিখেছেন, ‘দুনিথ, তোমার বাবা নিজেও একজন ক্রিকেটার ছিলেন। তিনি যে পুত্রকে লালন-পালন করেছেন তার জন্য তিনি সত্যিই গর্বিত ছিলেন। তার মূল্যবোধ, খেলার প্রতি তার ভালোবাসা এবং তার চেতনা তোমার মধ্য দিয়ে বেঁচে আছে। আমি জানি তুমি কতটা শক্তিশালী, এবং আমার কোনো সন্দেহ নেই যে তুমি শ্রীলঙ্কার জন্য অনেক খেলা জিতে তাকে গর্বিত করে চলবে।’

স্ট্যাটাসের শেষে জয়াসুরিয়া বলেন, ‘এই মুহূর্তটি আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে শ্রীলঙ্কানদের ক্রিকেটের প্রতি কতটা আবেগ রয়েছে। এটি কেবল একটি খেলা নয়, বরং এমন একটি পরিবার যা আনন্দে এবং দুঃখে একসাথে থাকে। তোমার বাবার আত্মা চির শান্তিতে বিশ্রাম করুক এবং তুমি তোমার চারপাশের ভালোবাসায় শক্তি খুঁজে পাও।’