পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে এবার আইসিসির বড় অভিযোগ
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে বরখাস্ত করার দাবি আইসিসি খারিজ করে দেওয়ার দিনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ১ ঘণ্টা দেরি করে পাকিস্তান। এছাড়াও ‘টুর্নামেন্টের একাধিক নিয়ম লঙ্ঘনের’ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছে আইসিসি।
গত রবিবার দুবাইয়ে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতের ক্রিকেটাররা হাত না মেলানোয় ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে পিসিবি ব্যবস্থা নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দেয়। পিসিবি এই কাণ্ডে পাইক্রফটকে দায়ী করে এবং টুর্নামেন্টের ম্যাচ রেফারি প্যানেল থেকে তাকে অপসারণের দাবি জানায়। পাশাপাশি দল প্রত্যাহারেরও হুমকি দেয় তারা। আইসিসি আবেদন প্রত্যাখ্যান করার পর, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার আগে পাকিস্তান আরেকটি চিঠি লিখে।
কিন্তু আমিরাত ম্যাচের আগে অচলাবস্থা না কাটায় খেলোয়াড়দের স্টেডিয়ামের উদ্দেশে তাদের হোটেল ছেড়ে না যাওয়ার নির্দেশ দেয় পাকিস্তান। ওই সময়ে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি প্রধান), তার উত্তরসূরি নাজাম শেঠি এবং রমিজ রাজাকে নিয়ে একটি বিস্তৃত সভা করেন। ফলে ম্যাচ শুরু হতে এক ঘন্টা বিলম্ব হয়। ওই সভা থেকেই পাকিস্তানকে খেলার জন্য সবুজ সংকেত দেওয়া হয়।
ম্যাচ শুরুর আগে পিসিবি দাবি করে, পাইক্রফট পাকিস্তান শিবিরের কাছে ক্ষমা চেয়েছেন। এর কিছুক্ষণ পরেই এক্সে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে জিম্বাবুয়ের সাবেক এই খেলোয়াড়কে ম্যাচ রেফারির কক্ষে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা, দলের ম্যানেজার নাভেদ আকরাম চিমা এবং প্রধান কোচ মাইক হেসনের সাথে কথা বলতে দেখা যায়। তবে, কথোপকথনের কিছুই শোনা যায়নি।
তবে একে প্রটোকল লঙ্ঘন বলে অভিযোগ করেছে আইসিসি। সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে পিটিআই। সূত্রের ভাষ্য অনুযায়ী, ‘আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা পিসিবিকে চিঠি লিখে জানিয়েছেন, ম্যাচের দিন বোর্ড বারবার পিএমওএ (প্লেয়ার্স এন্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া) লঙ্ঘন করেছে। পিসিবি ই-মেইল পেয়েছে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানকে বিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা সত্ত্বেও, পিসিবি মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে সভার ভিডিও করার অনুমতি দিয়েছে। আইসিসি পিসিবির চূড়ান্ত দাবির প্রেক্ষিতে আমিরাত ম্যাচের টসের আগে পাইক্রফটকে পাকিস্তান দলের অধিনায়ক এবং ম্যানেজারের সাথে দেখা করতে বলেছে।