স্তব্ধ নবি, পরের ম্যাচগুলোতে অনিশ্চিত বাবা হারানো ভেল্লালাগে
আফগানিস্তানকে হারিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছেছে শ্রীলংকা। তবে উদযাপনের ক্ষণ বিষাদ হয়ে এল লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগের জন্য। তখনই বাবা হারানোর খবর পেয়েছেন তিনি।
ম্যাচে ভেলালাগের পারফরম্যান্সও ছিল অম্ল-মধুর। প্রথম ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর শেষ ওভারে পড়েন মোহাম্মদ নবির কবলে। ইনিংসের শেষ ওভারে ৫ ছক্কা হজম করে ৩২ রান দেন ভেল্লালাগে। জানা গেছে, আফগানিস্তানের ব্যাটিংয়ের পর ইনিংস বিরতির সময়ই মারা যান ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে।
ঘটনাটি এক সাংবাদিক মারফত জানতে পারেন মোহাম্মদ নবি। যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখনই তাকে এই তথ্য জানানো হয়। যা শুনে স্তব্ধ হয়ে পড়েন নবি। হতবিহ্বল হয়ে কিছু সময় তাকিয়ে থাকেন, যিনি তথ্য দিয়েছেন তার দিকে।
পরে এক্সে দেওয়া এক পোস্টে নবি লেখেন, ‘বাবার মৃত্যুতে দুনিথ ভেল্লালাগে এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। শক্ত থাকো ভাই।’
বাবার সঙ্গে ভেলালাগে। ছবি: সংগৃহীত
শ্রীলংকার কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গা এক পোস্টে বলেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। দুনিথ শক্ত থাকো, এই কঠিন সময়ে পুরো জাতি তোমার এবং তোমার পরিবারের সাথে আছে।’
এদিকে, গতকাল ম্যাচ শেষ হওয়ার পরপরই কলম্বোর উদ্দেশে রওনা দেন ভেল্লালাগে। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তিনি শ্রীলংকা থেকে আরব আমিরাত যাবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়। শ্রীলংকার পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর ও ভারতের বিপক্ষে ২৬ সেপ্টেম্বর। এশিয়া কাপের ফাইনাল ২৮ সেপ্টেম্বর।