শাহিনের ব্যাটিংয়ের প্রশংসা কুলদীপের
পাকিস্তানের শাহিন আফ্রিদির মূল পরিচয় পেস বোলার। তিনি যে টুকটাক ব্যাটিং পারেন, সেটিও ক্রিকেটের খোঁজা রাখা মানুষদের অজানা নয়। তবে চলতি এশিয়া কাপে ব্যাটিংয়ে একটু বেশিই ত্রাস ছড়াচ্ছেন শাহিন। যে কারণে তিনি প্রশংসা পেয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের স্পিনার কুলদীপ যাদবের কাছ থেকেও।
টুর্নামেন্টে পাকিস্তানের অন্য ব্যাটাররা যেখানে খাবি খাচ্ছেন সেখানে দুই শ’র ওপর স্ট্রাইকরেট নিয়ে ব্যাট করেছেন শাহিন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪ বলে ২৯, ভারতের বিশ্বসেরা বোলিং লাইন আপের বিরুদ্ধে ১৬ বলে ৩৩ ও ওমানের বিপক্ষে ১ বলে ২ রানে অপরাজিত ছিলন শাহিন।
আজ ওমানের বিপক্ষে এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ভারত। তার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কুলদীপ বলেন, ‘আপনি যখন বোলিং করেন, তখন আপনি প্রতিপক্ষের ব্যাটারদের বোঝার চেষ্টা করেন। কিছু ভালো ব্যাটার আছে যারা ভালো খেলছে। শাহিন আফ্রিদি সত্যিই ভালো খেলছে। গত দুটি ম্যাচে, সে অনেক আক্রমণাত্মক শট খেলেছে।’
ক্রিকেট দর্শন সম্পর্কে কুলদীপের ভাষ্য, ‘ক্রিকেট এমন একটি খেলা যেখানে আপনি ভুল করলেও শিখতে পারেন। কোনো খেলাই আপনার জন্য নিখুঁত নয়, এবং একই সাথে এটি আপনার জন্য ব্যর্থতা নয়। প্রতিটি খেলা থেকে আপনি উন্নতি করেন এবং কীভাবে আরও ভালো হতে হয় তা শিখেন।’