জোড়া গোলে ইংল্যান্ডে ফেরা স্মরণীয় করলেন বার্সার রাশফোর্ড

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭
শেয়ার :
জোড়া গোলে ইংল্যান্ডে ফেরা স্মরণীয় করলেন বার্সার রাশফোর্ড

অনেকটা অস্বস্তি নিয়েই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। কাতালানদের জার্সিতে প্রথম গোল পাওয়ার দিনে করলেন জোড়া গোল। সেটিও আবার চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে, তাদেরই মাঠে। সবমিলিয়ে স্মরণীয় একটি রাতই উপহার দিলেন তিনি। 

সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নস লিগ অভিযান ২-১ গোলের জয়ে শুরু করল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মধ্যেই নিজের গোল দুইটি করেন রাশাফোর্ড। আর নিউক্যাসলের হয়ে শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন। 

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালাতে থাকে। তবে গোল পায়নি কোনো দলই। প্রথমার্ধে গোলের জন্য নিউক্যাসলের তিন শটের দুটি ছিল লক্ষ্যে। এই সময়ে বার্সেলোনার ৯ শটের কেবল একটি লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান র‍্যাশফোর্ড। নিজ দেশের মাটিতেই পেলেন বার্সার জার্সিতে প্রথম গোল। ৬৭ মিনিটে দুর্দান্ত আরেকটি গোলে ব্যবধান বাড়ান রাশফোর্ড। প্রতিপক্ষের পা থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরাল শট নেন এই ফরোয়ার্ড। দূরের ক্রসবারে লেগে বল জালে জড়ায়। 

৯০তম মিনিটে হঠাৎ এক গোল দিয়ে নাটকীয় কিছুর আভাস দেন গর্ডন। তবে উল্টো সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল প্রায় খেয়েই যাচ্ছিল নিউক্যাসল। তবে দানি ওলমোর নিচু শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইংলিশ ক্লাবটির গোলরক্ষক।