জয় উদযাপনের সময় বাবার মৃত্যুর খবর পেলেন লংকান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪
শেয়ার :
জয় উদযাপনের সময় বাবার মৃত্যুর খবর পেলেন লংকান ক্রিকেটার

দলের সঙ্গে জয় উদযাপন করছিলেন, এমন সময় পেলেন দুঃসংবাদ। গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয় উদযাপন শুরু না হতেই বিষাদে ছেয়ে গেছে লঙ্কান শিবির। ম্যাচ শেষেই প্রতিভাবান স্পিনার দুনিথ ভেল্লালাগে তার বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুর খবর পান। উৎসব সরিয়ে নেমে আসলো শোকের ছায়া।  

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ চলাকালে কলম্বোয় হঠাৎই হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন দুনিথের বাবা সুরঙ্গা ভেল্লালাগে। তিনি নিজেও এক সময় প্রতিভাবান ক্রিকেটার ছিলেন।স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে সময় খেলা দেখছিলেন ৫৪ বছর বয়সী সুরঙ্গা ভেল্লালাগে। মানসিক চাপে ভোগার পর বুকে ব্যথা শুরু হলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তিনি আর বেঁচে ফেরেননি।

দুনিথের সতীর্থরা হাফটাইমেই এই খবর পান। তবে তারা সিদ্ধান্ত নেন ম্যাচ শেষেই এই দুঃসংবাদ দেবেন তাকে। ম্যাচ শেষে লঙ্কান কোচ সনাৎ জয়সুরিয়া দুনিথকে সান্ত্বনা দিতে থাকেন। ভেল্লালাগে তাৎক্ষণিকভাবে আবুধাবি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা করেছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ওই যাত্রায় তার সঙ্গী হয়েছেন লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা।