নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে মাইকিং
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়া ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বুধবার বিকালে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক সিএনজি অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন- পরিচিত ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাসা ভাড়া দেওয়া না হয়। একই সঙ্গে তিনি ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের’ কাউকে ভাড়া না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে, নির্দেশনা অমান্য করলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার শেষ অংশে তাকে ‘কর্ণফুলী থানা পুলিশ’-এর নাম ব্যবহার করতে শোনা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, মাইকিং করা যুবকের নাম পারভেজ। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, প্রশাসনের নামে তাদের ওপর এমন চাপ সৃষ্টি করা হতে পারে।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
তবে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, আমরা কখনো এ ধরনের নির্দেশ দিইনি। এটি ভুলভাবে প্রচার করা হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি সংশোধনও করা হয়েছে।
এদিন রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা সিএমপি চট্টগ্রামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া, বিশেষ করে সিঙ্গেল ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে অবশ্যই জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র থানায় জমা দিতে হবে। পরিচয়পত্র জমা ছাড়া কোনো ভাড়াটিয়া রাখা যাবে না।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল