টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

​ স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬
শেয়ার :
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামছে আফগানিস্তান। আজ বৃহস্পতিবার আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। বাদ পড়েছেন গাজানফার ও গুলবাদিন নাইব। তাদের জায়গায় ফিরেছেন মুজিব উর রহমান ও ডারউইস রাসুলি।

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। তবে সুপার ফোরে যেতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে আজকের আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সুপার ফোরের টিকিট পেতে তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সমীকরণ অনুযায়ী শ্রীলংকা জিতলেই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ।

আফগানিস্তান একাদশ:

সেদিকউল্লাহ অটল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, ডারউইস রাসূলি, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ এবং ফজলহক ফারুকি।

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, দুশমন্থ চামিরা এবং নুয়ান থুসারা।