র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬
শেয়ার :
র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

পুরুষ ফুটবলের র‍্যাঙ্কিং আজ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে অপরিবর্তিত অবস্থানে আছে বাংলাদেশ। জামাল ভূঁইয়া ও হামজাদের দল রয়েছে ১৮৪তম স্থানে।

চলতি সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও কাঠমান্ডুর অস্থির পরিস্থিতির কারণে বাংলাদেশকে একটি ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় বাংলাদেশ ও নেপাল—দুই দলের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে নেপাল রয়েছে ১৭৬তম স্থানে।

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ফিফা আবারও নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করবে ২৩ অক্টোবর।

পুরুষ ফুটবলের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে অবশ্য বড় পরিবর্তন এসেছে। শীর্ষে জায়গা করে নিয়েছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে, আর ফাইনালে হেরে যাওয়া ফ্রান্স উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে।