শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০
শেয়ার :
শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন এসেছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে। আর ২০১৪ সালের পর এবারই প্রথম র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছে স্পেন। এছাড়া ফ্রান্সও আর্জেন্টিনাকে টপকে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

আর্জেন্টিনার জন্য এটি বেশ কঠিনই বটে। কেননা দলটি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ খেলেছে ও ব্রাজিলের মতো দলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল।

২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার দুর্বল হওয়ার মতো কোনো লক্ষণ দেখা যায়নি। লিওনেল মেসির বয়স বেড়েছে ও আনহেল দি মারিয়া অবসর নিয়েছেন ঠিকই, তবে স্কোয়াডের বাকি অংশ আরও পরিণত হয়েছে। যেখানে উঠতি তারকা থিয়াগো আলমাদা ও নিকো পাজ নতুন করে আলো ছড়াচ্ছেন।

অন্যদিকে ব্রাজিলও পিছিয়েছে। র‍্যাঙ্কিংয়ে তারা পঞ্চম থেকে নেমে গেছে ষষ্ঠ স্থানে। জায়গা ছেড়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। বাছাইপর্বে দক্ষিণ আমেরিকায়ও তাদের অবস্থান পঞ্চম। শেষ আট ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে তারা। ভেনেজুয়েলার সঙ্গে ড্র ও বলিভিয়ার কাছে হারের মতো হতাশাজনক ফল এসেছে। এ অবস্থায় ষষ্ঠ স্থানের র‍্যাঙ্কিং ব্রাজিলের জন্য বেশ ভালোই মনে হতে পারে।

২০০২ সালের পর বিশ্বকাপ ট্রফির খোঁজে থাকা কোচ কার্লো আনচেলত্তির দলের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ। প্রশ্ন উঠেছে এই কোচ কি ক্লাব ফুটবলের সাফল্যের ছোঁয়া আন্তর্জাতিক মঞ্চেও এনে দিতে পারবেন?