১০০ টেস্টের মাইলফলকের সামনে মুশফিক
ইতিহাস গড়তে যাচ্ছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলকে পৌঁছাবেন এই উইকেটকিপার-ব্যাটার। সিরিজটি শুরু হবে আগামী ১০ নভেম্বর।
প্রথমে সফরকারী আয়ারল্যান্ড বাংলাদেশে দুটি টেস্ট খেলতে আগ্রহী ছিলেন না। তারা কেবল একটি টেস্ট খেলতে চেয়েছিল। তবে পরবর্তীতে আলোচনা শেষে দুই বোর্ড সম্মত হয় যে সিরিজে দুটি টেস্টই অনুষ্ঠিত হবে।
বিসিবির এক কর্মকর্তা বৃহস্পতিবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, `প্রথমে আয়ারল্যান্ড একটি টেস্ট খেলতে চেয়েছিল। তবে পরবর্তীতে তারা মত পরিবর্তন করে এবং উভয় বোর্ড সম্মত হয় যে সিরিজে দুটি টেস্টই হবে।‘
প্রথম টেস্টটি ১০ থেকে ১৪ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় টেস্ট, যা হবে মুশফিকের ক্যারিয়ারের শততম টেস্ট, সেটি ঢাকায় ১৮ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে ২০০৫ সালে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট অভিষেক ঘটে মুশফিকের। সেদিন তিনি ছিলেন লর্ডসে টেস্ট খেলতে নামা দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার, শচীন টেন্ডুলকারের পর। দেশের হয়ে তিনি একমাত্র ব্যাটার, যিনি টেস্টে ৬০০০ রানের মাইলফলক পেরিয়েছেন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার ২১৯* রানের ইনিংস এখনও বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
এই দুই টেস্ট সিরিজের পর বাংদলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি ২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।