আতালান্তাকে উড়িয়ে পিএসজির দুর্দান্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৩
শেয়ার :
আতালান্তাকে উড়িয়ে পিএসজির দুর্দান্ত সূচনা

ইউরোপ সেরার মঞ্চে শিরোপা ধরে রাখার অভিযানে স্বপ্নের শুরু করলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে একচেটিয়া দাপটে ৪-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে কোনও সুযোগই দেয়নি ফরাসি জায়ান্টরা। অধিনায়ক মার্কিনিয়োসের গোলে শুরু, এরপর গোল করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া, নুনো মেন্দেস ও গন্সালো রামোস।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে বুধবার রাতে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্বাগতিকরা। মাত্র তৃতীয় মিনিটে ফাবিয়ান রুইসের বাড়ানো বল থেকে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক মার্কিনিয়োস।

শুরুর এই গোলের পর থেকেই আক্রমণের ধার আরও বাড়ায় পিএসজি। ম্যাচের প্রথম ২০ মিনিটে বল দখলের প্রায় ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখে ৯টি শট নেয় তারা, যার মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। আতালান্তা পুরোপুরি ব্যাকফুটে চলে যায়।

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিয়ার তরুণ তারকা কাভারাৎস্খেলিয়া। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোলটি করেন তিনি, যেখানে বল বাড়িয়েছিলেন আশরাফ হাকিমি।

তিন মিনিট পর সুযোগ ছিল তৃতীয় গোলেরও। পেনাল্টি পেয়েছিল পিএসজি, তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাডলি বার্কোলা। আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তার শট।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে আরও আগ্রাসী হয় পিএসজি। ৫১তম মিনিটে বাঁ পাশ দিয়ে কাট ইন করে দুরূহ কোণ থেকে দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।

ম্যাচের অতিরিক্ত সময়ে স্কোরলাইন আরও বড় করেন গন্সালো রামোস। ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের শটে নিশ্চিত করেন দলের বড় জয়।

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আতালান্তাকে খেলতেই দেয়নি পিএসজি। লিগে টানা চার জয় এবং চ্যাম্পিয়ন্স লিগে এভাবে শুরু—সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে লুইস এনরিকের দল। ইউরোপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার যাত্রায় একরকম হুঙ্কারই দিয়ে রাখলো তারা।