‘রেফারি পাইক্রফট পাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন’
চলতি এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে টসের সময় এবং ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়েরা। এই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি। সেই দাবি পূরণ না হলেও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, পাকিস্তান কোচ এবং টিম ম্যানেজারের কাছে পাইক্রফট আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন বলে দাবি করেছেন পিসিবি সভাপতি মহসিন নকভি।
পাইক্রফটের ব্যাপারে আইসিসির কাছে চিঠি পাঠিয়েও উত্তর পায়নি পাকিস্তান। এমনকি আরব আমিরাতের বিপক্ষে চলমান ম্যাচ বর্জনের গুঞ্জনও ছিল। শেষমেশ এক ঘণ্টা পর শুরু হয় খেলা। এরই মধ্যে আজ বুধবার সংবাদ সম্মেলন ডাকেন নকভি।
পিসিবি সভাপতি বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাচ রেফারি অধিনায়ক এবং টিম ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন। আমরা ১৪ সেপ্টেম্বরের ম্যাচে ঘটে যাওয়া বিধি লঙ্ঘনের তদন্তের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি।’
তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সম্পর্কে আমি সাবেক (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি এবং রমিজ রাজার সঙ্গে পরামর্শ করেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, পাকিস্তানের সম্মান অক্ষুণ্ণ রয়েছে এবং এখন আমরা আশা করি দল তাদের সেরাটা দেবে।’
পিসিবির প্রাক্তন চেয়ারম্যান এবং বিখ্যাত ভাষ্যকার রমিজ রাজা এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন। এটিকে ‘পাকিস্তানের জন্য জয়’ বলে অভিহিত করেছেন। রমিজের ভাষ্য, ‘এটি পাকিস্তানের জন্য একটি জয়। আবেগ আঘাতপ্রাপ্ত হয়েছিল, যা-ই হোক এখন দলের পারফরম্যান্সের উপর মনোযোগ দেওয়া উচিত। ক্রিকেট ক্রিকেটই থাকা উচিত, রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এখন সকলের মনোযোগ ক্রিকেটের ওপর থাকা উচিত; দলকে মাঠে ভালো ফলাফল দেখাতে হবে।’
আম্পায়ারিং সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করে রমিজ বলেন, ‘অ্যান্ডি পাইক্রফট ভারত দলের পক্ষে পক্ষপাতিত্ব করেছেন।’ খেলাধুলায় কোনো রাজনীতি থাকা উচিত নয় বলে মনে করেন নাজাম শেঠিও।