২১ বছর পর নিজ দেশে ‘ফিরছেন’ মরিনহো

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৫
শেয়ার :
২১ বছর পর নিজ দেশে ‘ফিরছেন’ মরিনহো

২০০৪ সালে পর্তুগালের ক্লাব পোর্তো ছেড়ে ইংলিশ ক্লাব চেলসিতে কোচ হিসেবে পাড়ি জমিয়েছিলেন হোসে মরিনহো। এরপর ইউরোপের বিভিন্ন ক্লাবকে কোচিং করালেও নিজ দেশে পর্তুগালের কোনো ক্লাবকে আর কোচিং করানো হয়নি। সেই ধারা শেষ হতে যাচ্ছে এবার। 

পর্তুগিজ ক্লাব বেনফিকা নিয়োগ দিতে যাচ্ছে মরিনহোকে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হারার পর কোচ ব্রুনো লাগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাবটি। গতকাল মঙ্গলবার রাতে আজারবাইজানের ক্লাব কারাবাখের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় বেনফিকা। পরদিনই বিবৃতি দিয়ে তারা জানায়, চুক্তি বাতিল করতে লাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। সেই জায়গায়ই অভিজ্ঞ মরিনহোকে নিতে চায় তারা। 

আপাতত কোথাও কোচিং করাচ্ছেন না মরিনহো। গত আগস্টে চ‍্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে বেনফিকার বিপক্ষে হারার পর তুর্কি ক্লাব ফেনেরবাচে ছাড়েন তিনি। পোর্তে ছেড়ে চেলসি কোচিং করিয়ে অভিজ্ঞ এই কোচ যোগ দিয়েছিলেন ইন্টার মিলানে। 

ইতালির ক্লাবটির হয়ে ট্রেবল জেতার গৌরবও অর্জন করেন মরিনহো। এরপর যোগ দেন রিয়াল মাদ্রিদে। চেলসিতে দ্বিতীয় মেয়াদে যোগ দেন ২০১৩ সালে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের আরও দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারে ৫ বছর কাটিয়ে যোগ দেন ইতালিয়ান ক্লাব এএস রোমায়। সেখানে ৩ বছর কাটিয়ে যান তুরস্কে। এরপর আবার ফিরছেন নিজ দেশে।