ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪
শেয়ার :
ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ

বার্সেলোনার প্রাণভোমড়া লামিনে ইয়ামালকে নিয়ে আশার আলো দেখা যায়নি। চোট কাটিয়ে উঠতে না পারায় বার্সেলোনার পরের ম্যাচে ছিটকে গেছেন তিনি। তাকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের উদ্বোধন করতে হবে বার্সেলোনার। 

আগামীকাল বৃহস্পতিবার ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। ম্যাচের আগেরদিন ২২ জনের যে স্কোয়াড ক্লাবটি ঘোষণা করেছে, সেখানে নেই ইয়ামাল। 

লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচেও চোটের কারণে ছিলেন না ইয়ামাল। যদিও সেই ম্যাচে ৬-০ গোলের বিশাল জয় পায় কাতালানরা। ইয়ামালের চোটে স্পেন জাতীয় দলকে দুষেছিলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। 

ইয়ামাল ছাড়াও বার্সা পাচ্ছে না ডিফেন্ডার আলেহান্দো বালদে আর মিডফিল্ডার গাভিকে। বালদে হ্যামস্ট্রিং চোটে আর গাভি ভুগছেন হাঁটুর চোটে। তবে পেশির চোট কাটিয়ে উঠেছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে না খেললেও নিউক্যাসল ম্যাচে পাওয়া যাবে ডাচ এই অভিজ্ঞ মিডফিল্ডারকে।