তৃতীয় ভারতীয় হিসেবে চূড়ায় বরুণ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪
শেয়ার :
তৃতীয় ভারতীয় হিসেবে চূড়ায় বরুণ

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আলো ছড়িয়ে আন্তর্জাতিক অঙ্গণে পরিচিতি পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। ভারত দলে ডাক পেতেও খুব বেশি সময় লাগেনি। এরপর ক্রমাগত নান্দনিক সব পারফরম্যান্স উপহার দিয়েছেন এই লেগ স্পিনার। সেই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের চূড়ায়ও উঠে গেলেন তিনি। 

আজ বুধবার আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিং হালনাগাদে এই তথ্য দেখানো হয়। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠলেন বরুণ। আগে এই কীর্তি গড়েছেন জাসপ্রিত বুমরাহ ও আরেক লেগ স্পিনার রবি বিষ্ণোই। 

টি-টোয়েন্টিতে বর্তমানে ভারত দলের নিয়মিত সদস্য বরুণ। এই সংরস্করণে নিজের খেলা সবশেষ ১১ ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন তিনি। এর মধ্যে দুইবার পেয়েছেন ৫ উইকেট। চলতি এশিয়া কাপে দুই ম্যাচ খেলে তার শিকার ২ উইকেট। 

এই সংস্করণে উন্নতি হয়েছে শ্রীলংকান পেসার নুয়ান থুসারারও। ৬ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন তিনি। ৪ ধাপ এগিয়ে একাদশ স্থানে পাকিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তার সতীর্থ লেগ স্পিনার আবরার আহমেদের অগ্রগতি ১১ ধাপ, আছেন ১৬ নম্বরে। ১৬ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে কুলদীপ যাদব। আর আফগানিস্তানের নুর আহমেদ ৮ ধাপ এগিয়ে আছেন ২৫ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে বুমরাহ।

টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে সবার ওপরে ভারতের অভিষেক শর্শা। এক ধাপ এগিয়ে দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। সমান উন্নতিতে তিনে সল্টের সতীর্থ জস বাটলার। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।