আফগানিস্তান যে জায়গায় বাংলাদেশের কাছে হেরে গেছে

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭
শেয়ার :
আফগানিস্তান যে জায়গায় বাংলাদেশের কাছে হেরে গেছে

বাংলাদেশের কাছে এশিয়া কাপের ম্যাচে ৮ রানে হেরে গেছে আফগানিস্তান। ম্যাচের বেশিরভাগ জায়গায় বাংলাদেশ আধিপত্য দেখালেও কিছু কিছু সময় সম্ভাবনা তৈরি করেছিল আফগানরাও। এই যেমন রশিদ খান আউট হওয়ার আগে বেশ ভয়ই পাইয়ে দিয়েছিলেন বাংলাদেশি বোলারদের। 

গতকাল মঙ্গলবার দলীয় ১৩২ রানের সময় মাত্র ১১ বলে ২০ রান করে আউট হন রশিদ। তিনি ওই সময়ে আউট না হলে ফল ভিন্ন কিছুও হতে পারত। সেটিই মনে করিয়ে দিলেন রশিদ। বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে ওই সময়ে নিজের আউটকেই চিহ্নিত করেছেন তিনি। শেষ ১১ বলে আফগানদের দরকার ছিল ২৩ রান। ওই সময়ে ১০ বলে রশিদ মাত্র ১০ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। মোস্তাফিজুর রহমানের বলে শর্ট থার্ড ম্যানে তাসকিন আহমেদের হাতে সোজা ক্যাচ তুলে দেন রশিদ। 

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে রশিদ বলেন, ‘আমরা শেষ পর্যন্ত খেলায় ছিলাম। আমি আউট না হওয়া পর্যন্ত, আমরা সেখানে (জয়ের দৌড়ে) ছিলাম, কিন্তু আমরা শেষ পর্যন্ত জয় এনে দিতে পারিনি। আমার মনে হয় আজকাল ১৫ বলে ৩০ রান করা খুবই সম্ভব। কিন্তু সেই সময়ে আমরা নিজেদের ওপর অনেক চাপ সৃষ্টি করেছিলাম এবং আমাদের শটগুলি ভালোভাবে খেলতে পারিনি।’

প্রথম ১০ ওভারে বাংলাদেশ ব্যাটিংয়ে এগিয়ে থাকলেও শেষ ১০ ওভারে বাংলাদেশি ব্যাটারদের রান করতে দেননি আফগান বোলাররা। বিষয়টি নিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘অবশ্যই, আমরা যেভাবে বোলিংয়ে ফিরে এসেছি তা দারুণ একটি কাজ। প্রথম ১০ ওভারে ৯০ রান করার পর, তাদের ১৬০ রানের নীচে আটকে রাখা একটি দারুণ ব্যাপার ছিল। আমার মনে হয় এটি ১৬০-১৭০ রানের উইকেটই ছিল, কিন্তু আমরা কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি যেখানে এটির প্রয়োজন ছিল না।’

সুপার ফোরে যোগ্যতা অর্জনের জন্য বৃহস্পতিবার আফগানিস্তানের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রশিদ তার দলকে তাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার এবং ‘চ্যালেঞ্জ’-এর জন্য মানসিকভাবে শক্তিশালী হওয়ার পরামর্শ দিয়েছেন, ‘এটা একটা গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে এশিয়া কাপে, যেখানে খুব কম ম্যাচ আছে, এবং প্রতিটি ম্যাচই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। পরের ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে বড় ম্যাচ। আমাদের ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে শক্তিশালী হতে হবে। এটি আমাদের সকলের জন্য একটি চ্যালেঞ্জ হতে চলেছে।’