টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তানজিদ
চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে এক চারে ১৮ বলে ১৪ রান করেন। শ্রীলংকার বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি এই ওপেনার। তবে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে দারুণ এক হাফ সেঞ্চুরি আদায় করেছেন এই বাঁহাতি। তারই পুরস্কার পেলেন তানজিদ।
আফগানদের বিপক্ষে ৩ ছক্কা ও ৪টি চারে তানজিদ খেলেছেন ৩১ বলে খেলেন ৫২ রানের চমৎকার ইনিংস। এর মাধ্যেমে আইসিসি র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে আছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখন সবার ওপরে তানজিদই। যদিও ক্যারিয়ার সেরা অবস্থান থেকে পাঁচ ধাপ দূরে তিনি।
এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে জাকের আলিরও। আজ বুধবার প্রকাশিত হালনাগাদে দেখা যায় তিন ধাপ উন্নতি করে এখন ৫৭তম স্থানে আছেন জাকের। মূলত, অপরাজিত থাকারই পুরস্কার পেলেন তিনি। হংকং, শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে একবারও আউট না হয়ে তার রান যথাক্রমে শূন্য, ৪১ ও ১২।
অধিনায়ক লিটন কুমার দাসের অবনতি হয়েছে এক ধাপ। বর্তমানে তিনি আছেন ৪২ নম্বরে। আগের মতোই ৪৮তম স্থানে তাওহিদ হৃদয়। ৮ ধাপ পিছিয়ে পারভেজ হোসেনের অবস্থান ৭৫তম। আসরে প্রথম দুই ম্যাচ খেলে ৩ উইকেট নেওয়া তানজিম বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৫ ধাপ। ডানহাতি এই পেসার আছেন ৪২তম স্থানে।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্কিং মোস্তাফিজুর রহমানের। ১৫তম স্থানে আছেন তিনি। যদিও তার অবনতি হয়েছে চার ধাপ। ২ ধাপ নিচে নেমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে যৌথভাবে ২০ নম্বরে শেখ মেহেদী হাসান। ২৪তম স্থানে রিশাদ হোসেন। ৫ ধাপ পিছিয়ে তাসকিন আছেন ৩০তম স্থানে।