নালিতাবাড়ীতে দিনমজুরের মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে অভাবের তাড়নায় পারিবারিক কলহে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন আরফান আলী (৫০) নামে এক দিনমজুর। উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঘবের ইউনিয়নের বালুচর গ্রামের বাসিন্দা আরফান আলী বেশ কিছুদিন যাবত কর্মহীন অবস্থায় দিনাতিপাত করেছিলেন। এজন্য তার সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ নিয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এসব কারণে গতকাল মঙ্গলবার রাতে পরিবারে অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে আরফান আলী অন্য একটি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকির এক পর্যায়ে ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।