তানজিদ-বাংলাদেশের ছক্কার রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে ব্যাট হাতে চমৎকার সূচনা করেছে বাংলাদেশ। ব্যাট হাতে ঝড় তুলেছেন তানজিদ হাসান তামিম। আর তার ব্যাটে চড়েই দুইটি রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তানজিদ তামিম। এর আগে ২৩ ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন পারভেজ ইমন, যিনি এবারের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে একমাত্র ছক্কাটি হাঁকিয়ে এই রেকর্ড গড়েছিলেন। তবে আজ আফগানিস্তানের বিপক্ষে তানজিদের ৩টি ছক্কায় তার ছয়ের সংখ্যা দাঁড়ায় ২৬টিতে, যা নতুন রেকর্ড।
ব্যক্তিগতভাবে তানজিদ ৩১ বলে ৫২ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ৩টি ছয়। এই ইনিংসের মাধ্যমেই তিনি গড়েন আরও একটি রেকর্ড—আবুধাবিতে টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম ফিফটি।
তিনি ফিফটি পূর্ণ করেন মাত্র ২৮ বলে। তার সঙ্গে যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, যিনি ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই বলে ফিফটি করেছিলেন।
আবুধাবিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি আছে মোহাম্মদ ওয়াসিমের নামে (২১ বলে), দ্বিতীয় স্থানে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ (২৬ বলে)।
তানজিদের দ্বিতীয় ছক্কার সঙ্গেই বাংলাদেশ দল এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়ে। ২০২৩ সালে যেখানে ১২২ ছক্কা মেরেছিল টাইগাররা, ২০২৫ সালে তারা এখন পর্যন্ত ১২৬টি ছক্কা হাঁকিয়েছে, সেটাও ৬টি ম্যাচ কম খেলেই।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে।