নয়বারই লোকটি আমাকে ঠকিয়েছে: তসলিমা নাসরিন
ইলিশ কিনতে গিয়ে বারবার প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে থাকা লেখিকা তসলিমা নাসরিন।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ কথা জানান লেখিকা। নিচে তার স্ট্যাটাসটি দেওয়া হলো:
আমার চরিত্রটা বলি। আমি ৯বার একটি লোকের কাছ থেকে ইলিশ কিনেছি। ৯বারই লোকটি আমাকে ঠকিয়েছে। লোকটি প্রথমে একটি পচা ইলিশ দিয়েছে। তার পরের বার পদ্মার ইলিশ বলে ঘাসের মতো খেতে গুজরাটের ইলিশ দিয়েছে। তার পরের বার গঙ্গার ইলিশ বলে গুজরাটের ইলিশই দিয়েছে। তার পরের বারও একই কাজ করেছে। চড়া দাম নিয়েছে প্রতিবারই।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
তারপরও আমি লোকটির কাছেই গিয়েছি ইলিশ কিনতে। কারণ প্রতিবারই ভেবেছি লোকটি আগের বার ঠকিয়েছে, এবার নিশ্চয়ই অনুশোচনা করছে, এবার নিশ্চয়ই আর ঠকাবে না, এবার নিশ্চয়ই ভাবছে অনেক ঠকিয়েছে, আর নয়, এবার নিশ্চয়ই যে নদীর ইলিশ দিচ্ছে বলে দাবি করছে, সে নদীর ইলিশই দেবে, কোনও পচা ইলিশ দেবে না। আমি ভুল প্রমাণিত হয়েছি প্রতিবারই। আমি কি ১০ম বার যাবো ওর কাছ থেকেই ইলিশ কিনতে? সম্ভবত যাবো, কারণ আমার মন বলছে, হয়তো এবার আর সে ঠকাবে না, এবার হয়তো নিজেকে সে অপরাধী ভাবছে।
লোকে বলে ঠেকেছিলাম বা ঠকেছিলাম যেখানে, শিখেছিলাম সেখানে। আমি তো ঠকেও, ঠেকেও শিখি না। চরিত্র বদলাতে পারি না যে!
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার