ইসরায়েল ম্যাচের আয় নোবেলজয়ী এনজিওর মাধ্যমে গাজায় দেবে নরওয়ে

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫
শেয়ার :
ইসরায়েল ম্যাচের আয় নোবেলজয়ী এনজিওর মাধ্যমে গাজায় দেবে নরওয়ে

ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে প্রাপ্ত সব লভ্যাংশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তায় ব্যবহৃত হবে—এমনই সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। আজ এক বিবৃতিতে জানানো হয়, ম্যাচ থেকে অর্জিত অর্থ হস্তান্তর করা হবে আন্তর্জাতিক মানবিক সংস্থা ‘ডক্টরস উইথআউট বর্ডারস’ এর কাছে।

২০২৬ বিশ্বকাপ ইউরোপিয়ান অঞ্চলের ‘আই’ গ্রুপের এই বাছাইপর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১১ অক্টোবর, অসলোর উলেভাল স্টেডিয়ামে।

নরওয়ের ফুটবল ইতিহাসে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ ১৯৯৮ সালের পর এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে রয়েছে তারা। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে নরওয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি (৪ ম্যাচে ৯ পয়েন্ট), আর তৃতীয় স্থানে ইসরায়েল (৫ ম্যাচে ৯ পয়েন্ট)।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস এক আবেগঘন বিবৃতিতে বলেন, ‘২৬ বছরের মধ্যে এই প্রথম আমাদের ছেলেরা বিশ্বকাপের মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে। একই সঙ্গে, এই ম্যাচ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ মানবিক সংকট চলছে। গাজায় সাধারণ মানুষের ওপর যে ধ্বংসাত্মক হামলা চালানো হচ্ছে, তা দেখে আমরা নিরুত্তাপ থাকতে পারি না এবং থাকবও না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, এই ম্যাচের লভ্যাংশ এমন একটি সংস্থার হাতে তুলে দিতে, যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচানোর কাজ করছে। “ডক্টরস উইথআউট বর্ডারস” সেই সাহসী মানবিক কাজটিই করছে।’

১৯৯৯ সালে শান্তিতে নোবেলজয়ী ‘ডক্টরস উইথআউট বর্ডারস’ বিশ্বজুড়ে যুদ্ধ, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়িয়ে থাকে। বর্তমানে তারা ৭০টিরও বেশি দেশে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করছে।

এনএফএফ-এর এই ঘোষণার পরই নরওয়ের একটি শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ৩ লাখ ৫ হাজার ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা সরাসরি ‘ডক্টরস উইথআউট বর্ডারস’-এর মাধ্যমে গাজায় পাঠানো হবে। প্রতিষ্ঠানটি তাদের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছে।

এর আগেও ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে ফিফার কাছে তদন্তের আহ্বান জানিয়েছিলেন লিসে ক্লাভেনেস। তিনি বলেন, ‘ফুটবল এমনভাবে ব্যবহৃত হওয়া উচিত নয়, যা আন্তর্জাতিক আইন ও স্বীকৃত মানবাধিকারকে অগ্রাহ্য করে।’

নরওয়ে ফুটবল ফেডারেশন ইতোমধ্যে গাজার শিশুদের নিয়ে একটি ফুটবল প্রজেক্ট চালু করেছে। পাশাপাশি ফিলিস্তিনের স্কুল ও শরণার্থী শিবিরগুলোর সঙ্গেও দীর্ঘমেয়াদি সহায়তামূলক কর্মসূচি হাতে নিয়েছে।

অসলোর উলেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচের ২৩ হাজার টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে, জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। যদিও লভ্যাংশের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেনি এনএফএফ, তবে ধারণা করা হচ্ছে, উল্লেখযোগ্য অর্থ উঠে আসবে।