অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২
শেয়ার :
অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি

বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়ে পড়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যেকোনো নতুন অগ্রগতি হলে আমরা আপনাদের জানিয়ে দেব।’

গত পরশু শুরু হয়েছিল এবারের এনসিএল টি-টোয়েন্টি আসর। তবে শুরু থেকেই বৃষ্টির কবলে পড়ে ভীষণভাবে ব্যাহত হয় ম্যাচ আয়োজন। উদ্বোধনী দিনেই রাজশাহীতে অনুষ্ঠিত ঢাকা মেট্রো বনাম রাজশাহী ম্যাচ বৃষ্টির কারণে গড়ায় মাত্র ৫ ওভারে। ওই স্বল্প ওভারের ম্যাচে জয় পায় ঢাকা মেট্রো। অন্যদিকে, একইদিনে বগুড়ায় নির্ধারিত আরেকটি ম্যাচও বৃষ্টির কারণে সম্পূর্ণ পরিত্যক্ত হয়।

আবহাওয়া পূর্বাভাসে টানা বৃষ্টির ইঙ্গিত পাওয়ায়, আয়োজকরা পরবর্তী সময়ের বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতেও ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। গতকাল রাজশাহীতে নির্ধারিত দুটি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবারের ম্যাচগুলো পিছিয়ে বুধবারে নেওয়া হয়। তবে আবহাওয়ার উন্নতির কোনো লক্ষণ না থাকায় শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টই আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিবি।