জাফলংয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭
শেয়ার :
জাফলংয়ে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে নদীতে ডুবে নিখোঁজের এক সপ্তাহ পর আবু সুফিয়ান (২৬) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা তার মরদেহ ভেসে উঠে।

নিহত আবু সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

জানা গেছে, গত বুধবার সকালে বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে যান সুফিয়ান। বিকেলে জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামলে স্রোতের টানে তিনি নিখোঁজ হন। বাকিরা তীরে উঠলেও সুফিয়ান পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও ডুবুরিরা উদ্ধার অভিযান পরিচালনা করে। ঘটনার সাতদিন পর বল্লাঘাট এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।