বাংলাদেশ-আফগানিস্তান /

পরিসংখ্যানে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০
শেয়ার :
পরিসংখ্যানে কে এগিয়ে?

২০২৫ এশিয়া কাপে টিকে থাকার সমীকরণে আজ মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে জায়গা করে নিতে লিটন দাসদের আজ জয়ের বিকল্প নেই। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলংকার ম্যাচগুলোর ফলাফলের দিকেও।

টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান ও বাংলাদেশের লড়াই হয়েছে মোট ৯ বার। এর মধ্যে আফগানিস্তান ৫ বার জিতেছে, আর ৪ বার জিতেছে বাংলাদেশের। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে আফগানদের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

আবার এশিয়া কাপেও আফগানিস্তানের বিপক্ষে সুখকর অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২০২২ সালে শারজাহতে তারা হেরেছিল ৭ উইকেটে।

এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচেই হংকংয়ের বিপক্ষে শক্তি দেখিয়েছে আফগানিস্তান। জিতেছে বিশাল ৯৪ রানে, নেট রান রেট দাঁড়িয়েছে +৪.৭০০। অন্যদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের নেট রান রেট ছিল +১.০০১। শ্রীলংকার কাছে হেরে তা নেমে গেছে -০.৬৫০-এ। 

সব মিলিয়ে অতীত রেকর্ড ও বর্তমান ফর্মে আফগানিস্তান কিছুটা এগিয়ে। তবে ক্রিকেটে শেষ কথা বলে মাঠের পারফরম্যান্স। আজ যদি টাইগাররা নিজেদের সেরা খেলাটা দেখাতে পারে, তবে সুপার ফোরে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়/সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

সেদিকুল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমতউল্লাহ, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, গজনফর ও ফজলহক ফারুকি।