সুপার ফোরে ভারত, আশা বাঁচাল আমিরাত, ওমানের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০
শেয়ার :
সুপার ফোরে ভারত, আশা বাঁচাল আমিরাত, ওমানের বিদায়

ওমানকে হারিয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘এ’ তে ৪২ রানে জয় পায় নিজ দেশে খেলা দলটি।

আজ আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে আমিরাত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান তোলে। জবাবে ওমান ১৩০ রানে অলআউট হয়।

আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৫৪ বলে ৬৯ রান করেন। তার ওপেনিং সঙ্গী আলিশান শরাফু ৩৮ বলে ৫১ রান করেন।

এছাড়া দলটির হয়ে বল হাতে জ্বলে ওঠেন পেসার জুনাইদ সিদ্দিক, তিনি ৪ উইকেট শিকার করেন।

আমিরাতের এই জয়ের ফলে ভারত সুপার ফোরে পৌঁছে গেছে, আর ওমান বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। এখন পাকিস্তান ও আমিরাতের মধ্যকার ম্যাচটি হয়ে উঠেছে ‘জিতলে সুপার ফোর’ নির্ধারক লড়াই। ওই ম্যাচের জয়ী দলই যাবে পরবর্তী পর্বে।