আতলেতিকোয় ছিটকে যাওয়ার শঙ্কায় আলভারেস-হান্চকো

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯
শেয়ার :
আতলেতিকোয় ছিটকে যাওয়ার শঙ্কায় আলভারেস-হান্চকো

মৌসুমে লা লিগায় প্রথম জয় পেলেও স্বস্তিতে নেই আতলেতিকো মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের জয় এনে দেওয়া ম্যাচেই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হুলিয়ান আলভারেস ও দাভিদ হান্চকো চোট পেয়েছেন। ফলে আসন্ন চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে তাদের না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, ম্যাচের প্রথমার্ধেই হাঁটুতে অস্বস্তি অনুভব করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস। বিরতিতে কোচ দিয়েগো সিমেওনে তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন।

অন্যদিকে, ৭৬তম মিনিটে বদলি নেমে মাত্র সাত মিনিট খেলেই অ্যাঙ্কেল ইনজুরিতে মাঠ ছাড়েন স্লোভাক ডিফেন্ডার হান্চকো।

দুই খেলোয়াড়ের ইনজুরি কতটা গুরুতর, তা জানা যাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। আপাতত তারা লিভারপুল সফরে দলে থাকবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।

এরই মধ্যে আতলেতিকো মাদ্রিদ দল থেকে চোটের কারণে বাইরে আছেন আরও তিনজন—আলেক্স বায়েনা, থিয়াগো আলমাদা ও হোসে মারিয়া হিমেনেস।

এই তিনজনের লিভারপুল ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (বাংলাদেশ সময় রাত ১টা), ইংলিশ ক্লাব লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ইনজুরি-আশঙ্কা আতলেতিকোর জন্য বড় ধাক্কাই বটে।