আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন সিরাজ

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪
শেয়ার :
আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন সিরাজ

মোহাম্মদ সিরাজ অগাস্ট মাসে মাত্র একটি ম্যাচ খেলেও দারুণ প্রভাব ফেলেছেন। আর সেই পারফরম্যান্সের জোরেই ভারতীয় এই পেসার জিতে নিয়েছেন আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলসকে পিছনে ফেলে পুরুষ বিভাগে মাস সেরা হয়েছেন সিরাজ।

নারী বিভাগে এই সম্মাননা পেয়েছেন আয়ারল্যান্ডের উদীয়মান অলরাউন্ডার অর্লা প্রেন্ডারগাস্ট।

সোমবার মাস সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ের মূল নায়ক ছিলেন মোহাম্মদ সিরাজ। ম্যাচের শেষ দিনে সকালের সেশনেই ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে মাত্র ৬ রানের জয়ে ভারতকে এগিয়ে নেন তিনি।

ওই ম্যাচে প্রথম ইনিংসে ৮৬ রানে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫টি উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন সিরাজ। সিরিজের ফলাফল ছিল ২-২ সমতা, এবং এই টেস্ট ভারতের জন্য ছিল একটি দারুণ প্রত্যাবর্তনের ম্যাচ।

এদিকে, ২৩ বছর বয়সী অর্লা প্রেন্ডারগাস্ট ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন। তিন ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ মোট ১৪৪ রান ও ৪টি উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখার পর সেই ফর্ম ধরে রেখেছেন উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বেও।

আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে উঠা এই দুই তারকার মাস সেরা নির্বাচিত হওয়া তাদের ব্যক্তিগত কৃতিত্বের পাশাপাশি নিজ নিজ দেশের জন্যও গর্বের বিষয়।