ভারতের আচরণের সমালোচনা করলেন এসিসি সভাপতি
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। যদিও তখন ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ম্যাচে ভারতের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান মহসিন নাকভি।
এক্সে দেওয়া এক পোস্টে নকভি জানান, ভারতের এমন আচরণ খেলোধুলার নীতির লঙ্ঘন। নকভির ভাষায়, ‘(ভারতের) আজকে খেলাধুলার প্রতি মনোভব দেখে আমি সম্পূর্ণ হতাশ। খেলায় রাজনীতি টেনে আনা খেলাধুলার চেতনার বিরুদ্ধে। আশা করছি, আগামীতে যেকোনো জয় সব দলই সঠিকভাবে উদযাপন করবে।’
শুধু ম্যাচের পরই নয়, টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার। মূলত, কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের কারণেই প্রতিবাদ হিসেবে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি। তাছাড়া এই জয়ও তারা উৎসর্গ করেছেন পেহেলগাম হত্যাকাণ্ডের পর পাকিস্তানে অভিযান চালানো সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘আমি মনে করি জীবনের কিছু জিনিস ক্রীড়াবিদ মনোভাবের চেয়ে এগিয়ে। আমরা পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত সকলের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদের পরিবারের সঙ্গেও আছি এবং আমাদের সংহতি প্রকাশ করছি। যেমনটি আমি বলেছি, আমরা এই জয়টি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি যারা অপারেশন সিন্দুরে অংশ নিয়েছিলেন।’
এর আগে, একই বিষয় নিয়ে আক্রমণের শিকার হয়েছিলেন সূর্যকুমার। টুর্নামেন্টের আগে এশিয়া কাপের ট্রফি উন্মোচনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সালমান আগা এবং মহসিন নকভির সঙ্গে করমর্দনের জন্য সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন।